বাসস দেশ-২৩ : নীলফামারীতে করোনার ঝুঁকি কমাতে মাস্ক ব্যবহারের প্রচারণা

106

বাসস দেশ-২৩
নীলফামারী-প্রচারণা
নীলফামারীতে করোনার ঝুঁকি কমাতে মাস্ক ব্যবহারের প্রচারণা
নীলফামারী, ১৭ মে ২০২১ (বাসস) : জেলায় আজ করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে মাস্ক ব্যবহারের প্রচারণা কর্মসূচি পালন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারণা চালানো হয়।
শুরুতে শহরের চৌরঙ্গী মোড়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক মো. মজিবুল হাসান চৌধুরী, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।
এরপর জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে শহরের বাস টার্মিনাল, গাছবাড়ি, বড়বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারণা চালানো হয়।
সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির জানান, করোনা সংক্রমনের ঝুঁকি কমাতে মানুষ যাতে শতভাগ মাস্ক ব্যবহার করেন, স্বাস্থ্য বিধি মেনে চলেন, সেলক্ষ্যে জেলার ছয় উপজেলায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৫৫/এমকে