সংবাদ মাধ্যমের অফিস লক্ষ্য করে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব

221

ঢাকা, ১৭ মে, ২০২১ (বাসস) : জাতীয় প্রেস ক্লাব ফিলিস্তিনের গাজা সিটির আল জালা ভবন লক্ষ্য করে ইসরাইলী বর্বর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
১২ তলা বিশিষ্ট ভবনটি এপি, আল-জাজিরাসহ আরো বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় আজ দুপুরে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় জাতীয় প্রেসক্লাবের নেতারা যোগদান করেন।
ইসরাইলী হামলায় ১২ তলা বিশিষ্ট আল-জালা ভবনটি মাটির সঙ্গে মিশে যায়।
সভায় জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ইসরাইলী বর্বর হামলার মধ্যে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এতে তারা ইসরাইলী হামলায় ফিলিস্তিনের হতাহতের জন্যও গভীর শোক ও সমবেদনা জানান।
জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ গাজা সিটির সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক সহ ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।