পাকিস্তানের সিন্ধুতে গুলিবর্ষণে ৯ জন নিহত, আহত ৫

238

ইসলামাবাদ, ১৬ মে, ২০২১ (বাসস ডেস্ক): পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে শনিবার রাতে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে নয় জন নিহত ও অপর পাঁচ গুরুতর আহত হয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর সিনহুয়া’র।
শনিবার গভীর রাতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সিন্ধুর কান্ধকোট এলাকায় পুরানো শত্রুতার জের ধরে জগিরানী ও চাচর উপজাতির মধ্যে কয়েক ঘণ্টা তীব্র গুলি বিনিময় হয়।
পুলিশ কর্মীরা গণমাধ্যমকে জানায়, নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে, উভয় পক্ষের সশস্ত্র লোকজন বাঙ্কারে লুকিয়ে থেকে গুলি চালাচ্ছিল।
পুলিশ ও উদ্ধারকারী দল নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের একটি হাসপাতালে স্থানান্তরিত করে। পুলিশ উভয় সশস্ত্র দলের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের ও অপরাধীদের কাছ থেকে অস্ত্র জব্দ করা এবং তাদের গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছে।
সংঘর্ষে স্বয়ংক্রিয় বন্দুক, হ্যান্ড গ্রেনেড ও রকেট ব্যবহৃত হয়েছে বলে স্থানীয় খবরে জানানো হয়েছে।
কয়েক ঘন্টা অবিরাম গুলি বিনিময়ের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে উত্তেজনা নিরসনে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।