আফগানিস্তানের মসজিদে হামলার দায় স্বীকার আইএস’র

239

কাবুল, ১৬ মে, ২০২১ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকন্ঠে চলতি সপ্তাহে মসজিদে যে হামলা চালানো হয়েছে তার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস বা ইসলামিক স্টেট।
কাবুল প্রদেশের শাকর দারা জেলায় শুক্রবার একটি মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১২ জন মুসুল্লি প্রাণ হারায়। এই হমলায় মসজিদের ইমামও নিহত হয়।
ঈদ উপলক্ষে তালেবান ও আফগান সরকারের মধ্যে তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণার কারণে যে শান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তা এ হামলার মধ্যদিয়ে তছনছ হয়ে গেছে।
আইএস শনিবার বলছে, ঈদুল ফিতরের ছুটির দ্বিতীয় দিনে তাদের যোদ্ধারা মসজিদের ভেতরে একটি বিস্ফোরক ডিভাইস পেতে রাখে। মসজিদে মুসুল্লিরা প্রবেশের পর ডিভাইসটির বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে ঘোষিত তিন দিনের অস্ত্রবিরতি শনিবার শেষ হলেও এখনও পর্যন্ত নতুন কোন হামলার খবর পাওয়া যায়নি।