বাসস দেশ-৫৯ : পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা অব্যাহত থাকবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

189

বাসস দেশ-৫৯
খাদ্য সহায়তা
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা অব্যাহত থাকবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ঢাকা, ১১ মে, ২০২১ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং যতদিন মানুষ কাজে ফিরতে না পারবে ততদিন খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘করোনাকালীন কঠিন সময়ে সরকার ও আওয়ামী লীগ দেশবাসীর পাশে আছে।’
আজ বিকেলে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল বাজার বালুর মাঠে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে দরিদ্র অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।
দেশের এই মহামারীর সময়ে দরিদ্র মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও বিদেশে চিকিৎসা নিয়ে যে প্রোপাগান্ডা শুরু করেছে তার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি এখন অপরাজনীতি নিয়ে ব্যস্ত। রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া হয়ে গেছে।
উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন এবং পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/২২৪৫/এবিএইচ