দেশের বিভিন্ন স্থানে মুজিবনগর দিবস পালিত

752

ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৮ (বাসস) : বাসস’র জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
ঝালকাঠি : নানা আয়োজনের মধ্য দিয়ে জেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করে।
মুন্সীগঞ্জ : জেলায় যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক এইচএম রকিব হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা ও সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
দিবসটি উপলক্ষে শিল্পকলা প্রাঙ্গণে এই উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও জেলার গজারিয়া, লৌহজং, টঙ্গীবাড়ি, শ্রীনগর ও সিরাজদিখানে মুজিবনগর দিবস পালিত হয়েছে।
নড়াইল : জেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠিান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি : ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে জেলায় র‌্যালি বের করেছে জেলা আওয়ামীলীগ। আজ মঙ্গলবার সকালে শহরের কদমতলী এলাকা থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, খগেশ্বর ত্রিপুরা, আশুতোষ চাকমাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
হবিগঞ্জ : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ-৩(সদর-লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কামন্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে স্থানীয় নৃত্য ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরগুনা : জেলার আমতলীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মুজিবনগর দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কলেজ রোডের দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে নতুন পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পৌর ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা আকন প্রমুখ।
দিনাজপুর : জেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শহর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে এ শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এসময় শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু এর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নীলফামারী : জেলায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. জোনাব আলী, নীলফামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, মুক্তিযোদ্ধা কান্তিভূষণ কুন্ডু প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ বিকেল তিনটার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদ শাহিদ মাহমুদ প্রমুখ।
নবাবগঞ্জ : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ফটক থেকে একটি র‌্যালি বের করে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। র‌্যালিটি কায়কোবাদ চত্বর হয়ে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আ্যডভোকেট আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম প্রমুখ।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, উপজেলা প্রধান প্রকৌশলী মো. শাজাহান, কৃষি কর্মকর্তা শহীদুল আমীন প্রমূখ।
অপরদিকে, দুপুর ১২টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ফটক থেকে র‌্যালি বের করে উপজেলা ও দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগ।
দোহার : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় দোহার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালমা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারী, পৌর প্রকৌশলী মশিউর রহমান, ওসি সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।