বাসস দেশ-৪২ : কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

165

বাসস দেশ-৪২
আবহাওয়া-আপডেট
কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ঢাকা, ১০ মে, ২০২১ (বাসস) : দেশে তাপমাত্রা কিছুটা কমেছে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও রাঙামাটিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল খুলনায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড তরা হয়েছিল রাজারহাটে ২১ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ৬৩ মিলিমিটার, ডিমলায় ৩৭ মিলিমিটার, সৈয়দপুরে ২৬ মিলিমিটার ও বগুড়ায় ২৩ মিলিমিটার।
আগামী ৪৮ ঘন্টায় দেশের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলেরপ্রধান সব নদ ও নদীর পানি সমতল বাড়ছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘন্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল এই সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
পর্যবেক্ষণাধীন ৩৯ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ১৯টিতে, হ্রাস পেয়েছে ১৭ টিতে এবং অপরিবর্তিত রয়েছে ৩ টিতে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে কক্সবাজারে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ১৮ মিলিমিটার, খেপুপাড়ায় ১৬ মিলিমিটার, মংলা ও যশোরে ১২ মিলিমিটার, টাঙ্গাইলে ৯ মিলিমিটার এবং সৈয়দপুর ও চাঁদপুরে ৮ মিলিমিটার।
১১ মে মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে।
বাসস/এসএস/২০৫৪/-শআ