প্রজেক্ট ১১৩৫৬ ফ্রিগেট নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি করবে রাশিয়া

689

মস্কো, ১৭ এপ্রিল, ২০১৮ (বাসস/তাস) : রাশিয়া ও ভারত চলতি বছরের জুনে ‘টু প্লাস টু ফর্মুলা’র আওতায় চারটি প্রজেক্ট ১১৩৫৬ ফ্রিগেট নির্মাণের লক্ষে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।
কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস মঙ্গলবার এ খবর জানায়।
সূত্র জানায়, ‘জুনে চারটি প্রজেক্ট ১১৩৫৬ জাহাজ নির্মাণে লক্ষে ভারতের সঙ্গে একটি প্যাকেজ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।’
সূত্র আরো জানায়, টু প্লাস টু ফর্মুলার আওতায় প্রথম দুটি জাহাজ রাশিয়ার বাল্টিক উপকূলে অবস্থিত ইয়ানতার শিপইয়ার্ডে ও অপর দুটি জাহাজ ভারতের একটি শিপইয়ার্ডে নির্মাণ করা হবে।
রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি এন্ড টেকনিক্যাল কো-অপারেশন ও রাষ্ট্রীয় অস্ত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান রসোবোরোন এক্সপোর্ট এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশিত সময়সীমা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি।
ভারতের গোয়া শিপইয়ার্ড লিমিটেডে দুটি ফ্রিগেট নির্মাণ করা হতে পারে।
এর আগে রাশিয়া ভারতের জন্য এ রকম ছয়টি যুৃদ্ধ জাহাজ নির্মাণ করে।
চারটি জাহাজ নির্মাণের চুক্তির ব্যাপারে ভারত-রাশিয়ার মধ্যে আলাপ-আলোচনা চলমান চলেছে।