১২ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে মডার্নার ভ্যাকসিন ৯৬ শতাংশ কার্যকর

237

ওয়াশিংটন, ৭ মে, ২০২১ (বাসস ডেস্ক): মডার্না বৃহস্পতিবার বলেছে, প্রথম ক্লিনিকাল পরীক্ষার ফলাফল অনুসারে ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন ৯৬ শতাংশ কার্যকর।
মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষায় অংশ নেওয়া ৩২৩৫ জন অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশ ভ্যাকসিন পেয়েছেন এবং এক তৃতীয়াংশকে প্লাসিবো (ওষুধের পরিবর্তে অন্য কিছু) দেওয়া হয়েছিল। সমীক্ষাটি “কোভিড -১৯-এর বিরুদ্ধে শতকরা ৯৬ ভাগ ভ্যাকসিন কার্যকারিতা দেখিয়েছে। এমআরএনএ-১২৭৩- এর এ পর্যন্ত উল্লেখ করার মতো গুরুতর ঝুঁকি বা উদ্বেগ ধরা দেয়নি।
প্রথমবার টিকা দেয়ার ১৪ দিন পরে করোনভাইরাসে ১২টি আক্রান্ত হওয়ার ঘটনা শনাক্ত করে। অংশগ্রহণকারীদের দ্বিতীয়বার টিকা দেয়ার ৩৫ দিন পরে আবার পরিস্থিতি বিবেচনা করা হয়।
ফার্মাসিউটিক্যাল সংস্থা জানায়, পার্শ্ব প্রতিক্রিয়া ছিল “তীব্রতায় হালকা বা মাঝারি।” সাধারণভাবে টিকা দেয়ার স্থলে ব্যথা অনুভূত হয়। দ্বিতীয় শটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের “মাথাব্যথা, ক্লান্তি, ও সর্দি” লক্ষ্য করা যায়।