চীনের নিয়ন্ত্রনহীন রকেট নামিয়ে আনার কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই : প্রতিরক্ষা মন্ত্রী

231

ওয়াশিংটন, ৭ মে, ২০২১ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, পৃথিবীর দিকে ছুটে আসা চীনের নিয়ন্ত্রনহীন রকেট গুলি করে নামানোর কোন পরিকল্পনা তাদের নেই। প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার এ কথা বলেন।
অস্টিন সাংবাদিকদের বলেন, “এটি নামিয়ে আনার ব্যপারে আমাদের যথেষ্ঠ সক্ষমতা রয়েছে, তবে এটি গুলি করে নামিয়ে আনার জন্য আমাদের কোন পরিকল্পনা নেই।”
তিনি বলেন, কক্ষপথে বেইজিংয়ের স্পেস স্টেশন প্রতিস্থাপনের পরে বিচ্ছিন্ন হয়ে লং মার্চ ৫বি রকেট নিয়ন্ত্রনহীন হয়ে পৃথিবীর দিকে নেমে আসছে। শনিবার অথবা রবিবার এটি পৃথিবীতে হামলে পড়বে। তবে মাটিতে কখন কোথায় পড়বে তা ধারণা করা কঠিন।
তিনি বলেন, “আমরা আশাবাদী যে, এটি যেখানেই পড়–ক তেমন ক্ষতিকর হবেনা। আশা করছি এটি মহাসাগর অথবা জনহীন এলাকায় পড়বে।”