দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

300

ঢাকা, ৬ মে, ২০২১ (বাসস) : আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খূলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্র ও শনিবারের আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।
আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পডিশ্চমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
কাল শুক্রবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ২১ মিনিটে এবং সূর্যা¯ত যাবে সন্ধ্যা ৬ ট ৩০ মিনিটে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, সুরমা ছাড়া দেশের পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি বাড়ছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
,আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীগুলোর পানি বাড়তে পারে।
পর্যবেক্ষণাধীন ৩৯ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বেড়েছে ১৯ টির,কমেছে ১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির।