বুঝতে পারছেন না গাঙ্গুলী

159

নয়া দিল্লি, ৬ মে ২০২১ (বাসস) : করোনার ভয়াবহ থাবায় মাঝপথেই স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর। টুর্নামেন্টের ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখনো বাকি ৩১টি ম্যাচ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বেশ কিছু খেলোয়াড় করোনায় আক্রান্ত হন। এতো কঠোর জৈব-সুরক্ষা বলয়ের মাঝেও খেলোয়াড়রা কিভাবে করোনায় আক্রান্ত হলো, এখনো তা বুঝতে পারছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘আমার মনে হয় না জৈব সুরক্ষা বলয়ে কোনও ফাঁক ছিল। সুরক্ষা বলয় ভাঙার কোনও খবর আমরা পাইনি। কিভাবে এমন হল বলা কঠিন। সারা দেশে এত মানুষ আক্রান্ত হচ্ছেন। কিভাবে হচ্ছে বলা খুব মুশকিল।’
গাঙ্গুলী ধারনা, এক শহর থেকে আরেক শহরে যাবার পথে জৈব-সুরক্ষা বলয়ে কোন ভুল হতে পারে। তিনি বলেন, ‘কঠোর জৈব-সুরক্ষা বলয়ের মাঝেও কিভাবে করোনা খেলোয়াড়দের মধ্যে প্রবেশ করলো, তা বুঝতেই পারছি না। তবে যাতায়াতের সময় কোনও কিছু ঘটে থাকতে পারে। আমাদের এই বিষয়টা দেখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগের বছর আমিরশাহিতে করা হয়েছিল আইপিএল। যাতায়াত ছিল নিয়ন্ত্রিত। কোনও অসুবিধা হয়নি। দেশের পরিস্থিতি দেখতে হবে। প্রতিদিনই প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।’
সেপ্টেম্বরে আইপিএলের বাকী অংশ সম্পন্ন করার কথা বলেছিলেন গাঙ্গুলী। এ ব্যাপরে তিনি বলেন, ‘অনেকগুলো বিষয় নিয়ে ভাবতে হবে। আইপিএলের বাকী অংশ সম্পন্ন করতে অন্য ক্রিকেট বোর্ডের সাথেও কথা বলতে হবে। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল করা যায় কি-নাতা দেখতে হবে। আইপিএল না করা গেলে ২৫০০ কোটি টাকার ক্ষতি হয়ে যাবে।’