পশ্চিম তীরে ইসরাইলী হামলায় কিশোর নিহত

269

রামাল্লা, (ফিলিস্তিনী অঞ্চল), ৬ মে, ২০২১ (বাসস ডেস্ক): ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলী সেনাবহিনীর হামলায় এক কিশোর নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।
সূত্র জানায়, নাবলুসের কাছাকাছি উত্তরাঞ্চলীয় ওদলায় বুধবার ইসরাইলী সেনাবাহিনীর গুলিতে ১৬ বছর বয়সী সাইদ ইউসুফ প্রাণ হারায়।
ফিলিস্তিন রেডক্রস ওই কিশোরের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ হামলায় আরো এক কিশোর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরাইলী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নাবলুসে নিয়মত টহল চলাকালে সেনাবহিনীকে লক্ষ্য করে ককটেল ছোঁড়া হয়। এর জবাবে সেনাবাহিনী গুলি ছোঁড়ে।
উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনী অঞ্চল পশ্চিম তীর দখল করে রেখেছে।