জয়পুরহাটে ছোট কাগজ ’ফ্যাদলা’র প্রকাশনা উৎসব

1270

জয়পুরহাট, ৩ মে, ২০২১ (বাসস) : সাহিত্য সংস্কৃতির ছোট কাগজ ’ফ্যাদলা’র প্রকাশনা উৎসব ও স্থানীয় কবিদের আড্ডা অনুষ্ঠিত হলো আজ সোমবার সকাল ১০টায় জয়পুরহাট শহীদ কবি মহাতাব উদ্দীন বিদ্যাপীঠে।
জয়পুরহাট থেকে প্রকাশিত ফ্যাদলা’র প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আজিজুল হক বিশ্বাস। ফ্যাদলা’র প্রকাশনা পরিষদের সম্পাদক কবি টপি এনামুল হকের সঞ্চালনায় প্রকাশনা উৎসব ও স্থানীয় কবিদের আড্ডায় ছোট কাগজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন শহীদ সন্তান ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহমেদ মোশারফ নান্নু, কবি সৈয়দা রুবিনা, প্রবাসী কবি রোকেয়া লিলি, কবি যতন কুমার দেবনাথ, ছড়াকার মুস্তাফা আনছারী, আবৃত্তি শিল্পী শাহনেওয়াজ, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, কবি ডা: শামীম নাজির আহমেদ, কবি কাজী অরুপ, কবি ইমরোজ ইকবাল, রমজানুজ্জামান, লালন হোসেন প্রমূখ। জয়পুরহাট থেকে প্রকাশিত ফ্যাদলাতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখাসহ নবীন প্রবীণদের প্রবন্ধ, ইতিহাস, গল্প , ছড়া ও কবিতা। আলোচকরা বলেন, স্বপ্ন ও কল্পনার বাস্তব রপায়ন হচ্ছে একটি প্রকাশনা। অসাম্প্রদায়িক চেতনায় সমাজে সুস্থধারার মণনশীল লেখক তৈরি, লেখার মান উন্নয়ন ও আগ্রহ সৃষ্টিতে ছোট কাগজ হিসেবে ‘ফ্যাদলা’ অগ্রণী ভূমিকা পালন করবে এ প্রত্যাশা স্থানীয় কবি সাহিত্যিকদের।