বাসস দেশ-৫১ : করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেনের সংকট হবে না : উপাচার্য

211

বাসস দেশ-৫১
বিএসএমএমইউ-অক্সিজেন
করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেনের সংকট হবে না : উপাচার্য
ঢাকা,২৬ এপ্রিল, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের চিকিৎসায় অক্সিজেনের সংকট হবে না। আজ কেবিনব্লক ও সি ব্লকের মাঝে স্থাপিত লিকুইড অক্সিজেন ট্যাংক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন,লিকুইড অক্সিজেন ৫ হাজার লিটার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার লিটারে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া রোগীদের স্বার্থে আলাদাভাবে আরও একটি ভ্যাকুয়াম ইনসুলেটেড ইভাপোরেটর বা লিকুইডঅক্সিজেন ট্যাংক স্থাপন করা হবে।
ভারতের ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য কমপক্ষে দুই সপ্তাহ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সমূহ বন্ধ রাখার সরকারের সিদ্ধান্তকে সময়োপযোগী বলে উল্লেখ করেন তিনি।
বাসস/সবি/এসএস/২২৩৫/এবিএইচ