বাসস দেশ-৫১ : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ ও হাইফ্লো-অক্সিজেন সেবা চালু

210

বাসস দেশ-৫১
কুমিল্লা-আইসিইউ ও হাইফ্লো অক্সিজেন
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ ও হাইফ্লো-অক্সিজেন সেবা চালু
কুমিল্লা (দক্ষিণ), ২৫ এপ্রিল, ২০২১ (বাসস) : অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি’র উদ্যোগে জেলার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত রোগিদের চিকিৎসার লক্ষ্যে আজ দুই-শয্যা বিশিষ্ট অত্যাধুনিক আইসিইউ, পাঁচ-শয্যার হাইফ্লো অক্সিজেন সিস্টেম এবং ঊনিশ-শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে।
আজ রোববার বিকাল ৪টায় সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ চিকিৎসাসেবা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ও উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুর রহমান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২১২৫/এমকে