বাসস-দেশ-৪৪ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ

201

বাসস-দেশ-৪৪
ঠাকুরগাঁও- বোরো চাষ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ
ঠাকুরগাঁও, ২৪ এপ্রিল ২০২১ (বাসস) : জেলার রাণীশংকৈল উপজেলায় আজ সমলয় পদ্ধতিতে বীজ বপন এবং মেশিন দিয়ে রোপা লাগানোর কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার দুপুর একটায় উপজেলার কাশিপুর ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের কৃষকদের জমিতে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সমলয় পদ্ধতিতে চাষাবাদ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ পদ্ধতিতে যেসব জমি অসময়ে ফেলে রাখা হতো সেখানে একটি ফসল বেশি চাষ করা যাবে এবং এতে কৃষকরা উপকৃত হবেন। এজন্য কৃষি বিভাগ বিনামূল্যে একশ’ কেজি বীজ দিয়েছে এবং মেশিন দিয়ে বীজ বপনে সহযোগিতা করছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২১২৩/এমকে