বাসস ক্রীড়া-১১ : টি-২০ ক্রিকেটে জিম্বাবুয়ের কাছে হারলো পাকিস্তান

220

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-টি-টুয়েন্টি
টি-২০ ক্রিকেটে জিম্বাবুয়ের কাছে হারলো পাকিস্তান
হারারে, ২৩ এপ্রিল ২০২১ (বাসস) : টি-টুয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে প্রথমবারের মত হারের লজ্জা দিলো জিম্বাবুয়ে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে ১৯ রানে হারিয়েছে পাকিস্তানকে। ১৬তম মোকাবেলায় এসে পাকিস্তানকে প্রথমবারের মত হারালো জিম্বাবুয়ে। সেই সাথে নয় ম্যাচ পর জয়ের দেখা পেল জিম্বাবুয়ে।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ১১ রানে জিতেছিলো সফরকারী পাকিস্তান।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ব্যাট হাতে ভালো শুরু করতে পারেনি জিম্বাবুয়ে। দলীয় ১৯ রানে ফিরেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ৫ রান করেন তিনি। জিম্বাবুয়ের মিডল-অর্ডার ব্যাটসম্যানরাও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই ৮৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান করে জিম্বাবুয়ে।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার তিনাশি কামুনহুকামউই। তার ৪০ বলের ইনিংসে ৪টি চার ছিলো। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে উইকেটরক্ষক রেজিস চাকাভার ব্যাটে। পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন-দানিস আজিজ ২টি করে উইকেট নেন।
জয়ের ১১৯ রানের সহজ টার্গেটে ভালো শুরু করতে পারেনি পাকিস্তানও। ৫৬ রানে ৩ উইকেট হারায় তারা। তবে অধিনায়ক বাবর আজম উইকেটে থাকায় পাকিস্তানের জয় নিয়ে কোন সন্দেহ ছিলো না।
কিন্তু ১৬তম ওভারের পঞ্চম বলে দলীয় ৭৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বাবর আউট হবার পর, তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে পাকিস্তানের ইনিংস। ৯৯ রানেই অলআউট হয় পাকিস্তান। অর্থাৎ ২১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে লজ্জার হার বরণ করে নেয় পাকিস্তান।
বাবর ৪৫ বলে ৫টি চারে ৪১ রান করেন বাবর। এছাড়া দানিশ আজিজ ২২ ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ১৩ রান করেন। দলের আর কোন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা জিম্বাবুয়ের লুক জঙ্গি।
আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।
বাসস/এএমটি/১৯২০/স্বব