বাসস বিদেশ-৪ : নিউজিল্যান্ডে বিমান বন্দর কর্মীর করোনা ।। কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণের ওপর এর প্রভাব পড়বে না : আর্ডান

91

বাসস বিদেশ-৪
স্বাস্থ্য- ভাইরাস
নিউজিল্যান্ডে বিমান বন্দর কর্মীর করোনা ।। কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণের ওপর এর প্রভাব পড়বে না : আর্ডান
ওয়েলিংটন, ২০ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরের এক কর্মীর শরীরে মঙ্গলবার করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার সাথে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ শুরুর মাত্র ২৪ ঘন্টার মধ্যে বিমান বন্দর কর্মীর করোনা পজিটিভের খবরটি এলো।
তবে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডান বলেছেন, অষ্ট্রেলিয়ার সাথে সদ্য চালু হওয়া কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণের ওপর এর প্রভাব পড়বে না।
সাংবাদিকদের তিনি বলেন, রেড জোন অর্থাৎ করোনার উচ্চ ঝুঁকি রয়েছে এমন দেশ থেকে আসা বিমান অবতরণ যেখানে করে এই কর্মীটি সেখানে কাজ করছিল। অষ্ট্রেলিয়া থেকে আসা বিমান অবতরনের অংশে নয়।
তিনি আরো বলেন, সংক্রমণ হতে পারে। তবে তা দীর্ঘপ্রতিক্ষিীত এই কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ বন্ধ না করে উভয়দেশ মিলেই তা মোকাবেলা করবো।
এদিকে ফাইজারের পুরো ডোজ টিকা নেয়ার পরও এই পরিচ্ছন্নতাকর্মীর করোনায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে আর্ডান বলেন, নিউজিল্যান্ডে ফাইজারের টিকা ৯৫ শতাংশ কার্যকর।
তিনি বলেন, তবে কেউ কেউ আক্রান্ত হতে পারে। যারা টিকা নেয়নি তাদের চেয়ে টিকা নেয়া বক্তির উপসর্গ হবে মৃদু।
বাসস/জুনা/১২২০/জেহক