বাসস দেশ-৫২ : বান্দরবানে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ও এস্কেভেটর জব্দ

206

বাসস দেশ-৫২
জরিমানা-জব্দ
বান্দরবানে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ও এস্কেভেটর জব্দ
বান্দরবান, ১৮ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলা সদরের কালাঘাটায় পাহাড় কাটার অপরাধে মোহাম্মদ ইয়াছিন নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জব্দ করা হয়েছে পাহাড় কাটায় ব্যবহৃত এস্কেভেটর।
রোববার দুপুরে জেলা সদরের আজগুহা নামকস্থানে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালিয়ে ওই পরিমাণ টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
অভিযানের সময় পাহাড় কাটার অপরাধে ক্যাচিংঘাটা নতুন পাড়ার বাসিন্দা মো.ইয়াছিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এই ধরনের পাহাড় কাটা কাজে আর যুক্ত না হতে নির্দেশনা দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, পাহাড় কাটা আইনগত অপরাধ। যারা পাহাড় ও প্রকৃতি নষ্ট করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৪০/কেজিএ