বাসস দেশ-৬০ : নড়াইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৩ হাজার সাতশ’ টাকা জরিমানা

228

বাসস দেশ-৬০
নড়াইল-জরিমানা
নড়াইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৩ হাজার সাতশ’ টাকা জরিমানা
নড়াইল, ১৭ এপ্রিল ২০২১ (বাসস) : জেলায় আজ করোনা ভাইরাসের সংক্রমণ রোধ এবং সচেতনা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন পরিচালিত ছয়টি ভ্রাম্যমান আদালত ২৩ টি মামলায় ২৫ ব্যক্তিকে মোট ৩৩ হাজার সাতশ’ টাকা জরিমানা করে। এসময় করোনা প্রতিরোধে ১১ প্যাকেট মাস্ক বিতরণ করা হয়।
আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার তিনটি উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার সহকারী কমিশনারবৃন্দ (ভূমি) এসব ভ্রাম্যমান অদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, করোনা প্রতিরোধে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে।
তিনি জানান, শনিবার ২৩টি মামলায় ২৫ জনকে মোট ৩৩ হাজার সাতশ’ টাকা জরিমানা করা হয়। এসময় করোনা প্রতিরোধে ১১ প্যাকেট মাস্ক বিতরন করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/২১১৪/এমকে