বাজিস-১৪ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সাংসদ সাচ্চুর স্মরণে তোরণ

698

বাজিস-১৪
সাংসদ-সাচ্চু
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সাংসদ সাচ্চুর স্মরণে তোরণ
ব্রাহ্মণবাড়িয়া, ২৭ আগস্ট, ২০১৮ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের প্রয়াত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের ২ ও ৩ নং সেক্টরের গেরিলা উপদেষ্টা এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর স্মরণে তোরণ নির্মিত হয়েছে। পাঁচ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ঘনিষ্ঠ সহচরের নামে সদর উপজেলার রামরাইল বাস স্ট্যান্ডের সামনে তোরণটি নির্মাণ করেছে জেলা পরিষদ।
আজ সোমবার দুপুরে তোরণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম। এ ছাড়া রামরাইল-সুহাতা সড়কটি লুৎফুল হাই সাচ্চুর নামে নামকরণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অর-রশীদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১০ সালের ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা লুৎফুল হাই সাচ্চু। তিনি ৪০ বছরেরও বেশি সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়ার বেসামরিক প্রশাসক হিসেবেও দেশ পুনর্গঠনে বিশেষ দায়িত্ব পালন করেন তিনি।
’৭০-এর নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হন তিন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাচ্চু।
পরবর্তীতে তাকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয়।
বাসস/সংবাদদাতা/২০১৫/আহা/মরপা