বাসস বিদেশ-১ : ‘ক্ষতিকর কর্মকান্ড’ চালানো প্রশ্নে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে যুক্তরাজ্য

111

বাসস বিদেশ-১
ব্রিটেন-রাশিয়া-কূটনীতি
‘ক্ষতিকর কর্মকান্ড’ চালানো প্রশ্নে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে যুক্তরাজ্য
লন্ডন, ১৬ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : ব্রিটেন বৃহস্পতিবার জানিয়েছে, তারা রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। তারা জানায়, ক্ষতিকর কর্মকান্ডের একটি নমুনার বিষয়ে দেশের গভীর উদ্বেগ জানাতে তাকে ডেকে পাঠানো হয়। খবর এএফপি’র।
ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানায়, এসব ক্ষতিকর কর্মকান্ডের মধ্যে রয়েছে ‘সাইবার অনধিকারপ্রবেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং ইউক্রেন সীমান্তের কাছে সামরিক বাহিনী গড়ে তোলা ও অবৈধভাবে ক্রিমিয়া দখল করে নেয়া।’
বাসস/এমএজেড/১১০০/-আসাচৌ