বাসস দেশ-৩৬ : থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

216

বাসস দেশ-৩৬
ত্রাণ-বিতরণ
থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ
বান্দরবান, ১৫ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার থানাচির দুর্গম লাংরাউ হেডম্যান পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ত্রাণ দিয়েছে জেলা পরিষদ। ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৫০ কেজি চাল, নগদ ৩ হাজার টাকা এবং ২টি করে কম্বল দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের হাতে এ ত্রাণ তুলে দেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াহ্লা মং ও ইউএনও আতাউল গনি ওসমানী।
এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার আবদুল্লাহ আল নোমান, সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি অনবাহাদুর ত্রিপুরাসহ আওয়মী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী জানান, ক্ষতিগ্রস্তদের আরো সহায়তার জন্য আমরা কাজ করছি।
বুধবার দুপুরে থানচি উপজেলার লাংরাউ পাড়ার ২৪ পরিবারের মধ্যে আগুনে ১৫টি পরিবারের ঘর পুড়ে যায়।
বাসস/এনডি/সংবাদদাতা/২১০২/কেজিএ