ভারত রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন অনুমোদন দিয়েছে

679

নয়াদিল্লি, ১৩ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, সংক্রমণের হার উচ্চতর রেকর্ড হওয়ায় সেখানে জরুরি ব্যবহারের জন্য রাশিয়ার স্পুটনিক ভি কোভিড -১৯ ভ্যাকসিনের অনুমতি দিয়েছে এবং কিছু বড় শহরগুলিতে হাসপাতালের বিছানা সক্ষমতাও বাড়িয়ে দেয়া হয়েছে। খবর এএফপি’র।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা শট এবং কোভাক্সিনের পরে ভারত অনুমোদিত তৃতীয় স্পুটনিক ভি ভ্যাকসিনটি ভারতীয় সংস্থা বায়োটেক উৎপাদন করছে।স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনুমোদন দেওয়ার জন্য বিশেষজ্ঞ প্যানেলের (এসইসি) সুপারিশগুলি গৃহীত হয়েছে। এসইসি বিভিন্ন নিযন্ত্রণকারীর বিধান সাপেক্ষে জরুরী পরিস্থিতিতে সীমাবদ্ধ ব্যবহারের জন্য এটিকে অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করেছে।