বাসস দেশ-৪২ : আগামী দুইদিন তাপমাত্রা বাড়তে পারে

278

বাসস দেশ-৪২
আবহাওয়া-আপডেট
আগামী দুইদিন তাপমাত্রা বাড়তে পারে
ঢাকা, ১০ এপ্রিল, ২০২১ (বাসস) : আগামী দুইদিন সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধিসহ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থ্কাতে পারে।
আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৯ মিনিটে।
বাসস/সবি/এসএস/২১১২/এবিএইচ