বাসস দেশ-২৪ : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বেশ কজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

224

বাসস দেশ-২৪
টিকা-দ্বিতীয় ডোজ
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বেশ কজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
ঢাকা, ৮ এপ্রিল, ২০২১ (বাসস) : সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
আজ টিকা নিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে সস্ত্রীক (হাসিনা গাজী, মেয়র, তারাব পৌরসভা) কোভিট-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
এ সময় তিনি বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সাথে ‘কোভিড-১৯’ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বেলা ১টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সকলের মঙ্গলের জন্য সবাইকেই কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করতে হবে। নিজের, পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনের সর্বোপরি সমাজের সকলের জীবন রক্ষার্থেই সময়মতো এ টিকা গ্রহণ করতে হবে এবং এর পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে ও সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।
এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের কনভেনশন সেন্টারের টিকাদান কেন্দ্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত করোনা (কোভিড-১৯) নির্মূল করার প্রতিষেধক না আসে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে। ভ্যাকসিনের (টিকা) দিকে তাকিয়ে থাকলে হবেনা, উদাসীন হলে হবেনা। সচেতন হতে হবে। সচেতনতাই করোনা প্রতিরোধের একমাত্র উপায়। সরকারের পক্ষ থেকে সবধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান করতে হবে।
এ ছাড়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বাসস/এমএসএইচ/১৭৪০/এএএ