বাসস বিদেশ-৭ : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন নরেন্দ্র মোদী

147

বাসস বিদেশ-৭
ভারত- মোদি- টিকা
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন নরেন্দ্র মোদী
নয়াদিল্লী, ৮ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
তিনি বৃহস্পতিবার দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এ টিকার এ ডোজ নেন।
ভারতীয় গণমাধ্যম এ কথা জানায়।
গত ১ মার্চ টিকার প্রথম ডোজ নেওয়ার ৩৭ দিন পর তিনি দ্বিতীয় ডোজ নিলেন। টুইটারে তিনি দ্বিতীয় ডোজ টিকা নেয়ার একটি ছবি পোস্ট করেন। একইসঙ্গে টিকা নেয়ার যোগ্য সবাইকে দ্রুত তা নিয়ে নেয়ারও আহ্বান জাানান।
মোদী ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তৈরি করোনাভাইরাস টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়েছেন।
টুইটে মোদী বলেন, “আজ এআইআইএমএস’র কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসকে হারানোর যে অল্প কয়েকটি উপায় আমাদের কাছে আছে তার মধ্যে টিকা অন্যতম। আপনি টিকা নেয়ার যোগ্য হলে দ্রুত নিয়ে নিন।”
উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকা দেয়ার কর্মসূচী শুরু হয়। প্রথম পর্বে দেশটির স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য সামনের সারির যোদ্ধারা টিকা নেয়ার সুযোগ পান।
বাসস/জুনা/১৬৩০/জেহক