জামান-বাবরের ব্যাটিংএ সিরিজ জিতলো পাকিস্তান

273

সেঞ্চুরিয়ন, ৮ এপ্রিল ২০২১ (বাসস) : ওপেনার ফখর জামান ও বাবর আজমের ব্যাটিং দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো পাকিস্তান। জামানের ১০১ ও বাবরের ৯৪ রানের সুবাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান ২৮ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার মাটিতে আট বছর পর ও দ্বিতীয়বারের মত সিরিজ জয়ের স্বাদ পাকিস্তানের ।
সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংএ পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে পাকিস্তানকে ১১২ রানের সূচনা এনে দেন ইমাম উল হক ও ফখর জামান। জুটিতে ৫৭ রান অবদান রেখে ফিরেন ইমাম।
এরপর বাবরকে নিয়ে ৯৪ রানের জুটি গড়েন জামান। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ও টানা দুই ম্যাচে সেঞ্চুরি পান জামান। আগের ম্যাচে ১৯৩ রান করা জামান এবার করেন ১০১। ১০৪ বল খেলে ৯টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।
সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ৯৪ রানে আউট হন বাবর। ৮২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান বাবর। জামান ও বাবরের পর শেষদিকে মাত্র ১১ বলে ৪টি ছয় ও ১টি চারে অপরাজিত ৩২ রান করেন হাসান আলি। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ ৩টি উইকেট নেন।
৩২১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার উপরের সারির ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ওপেনার জানেমান মালান ও মিডল-অর্ডার ব্যাটসম্যান কাইল ভেরিনি বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে হাফ-সেঞ্চুরিতে থামেন। মালান ৭০ ও ভেরিনি ৬২ রান করেন।
সাত নম্বরে নামা আন্দিলে ফেলুকুয়াওর ৫৪ রান দক্ষিণ আফ্রিকার হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৩ বল বাকী থাকতে ২৯২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ নাওয়াজ ৩টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের বাবর ও সিরিজ সেরা হন জামান। আগামী ১০ এপ্রিল থেকে চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।