বাসস দেশ-৫৩ : ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

135

বাসস দেশ-৫৩
মুরাদ-শোক
ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ৭ এপ্রিল, ২০২১ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, লোকসংগীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
আজ এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ইন্দ্রমোহন রাজবংশীর সংগীত ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালির জন্য ছিল অনন্য অনুপ্রেরণা। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে ২০১৮ সালে একুশে পদকে ভূষিত করেছে সরকার।’
বাংলাদেশ লোকসংগীত পরিষদের প্রতিষ্ঠাতা ও সংগীত কলেজের লোকসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালনকারী ইন্দ্রমোহন রাজবংশী ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদী গান চর্চার পাশাপাশি লোকগান সংগ্রহ করে গবেষণায় যুক্ত ছিলেন। আগামী প্রজন্মের শিল্পীদের জন্য তাঁকে অনুসরণীয় ব্যক্তিত্ব বলে জানান প্রতিমন্ত্রী।
বাসস/সবি/কেসি/২০০০/আরজি