বাসস ক্রীড়া-১৯ : রোলবলের দু বিভাগেই চ্যাম্পিয়ন আনসার

143

বাসস ক্রীড়া-১৯
বঙ্গবন্ধু-গেমস- রোলবল
রোলবলের দু বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
ঢাকা, ৭ এপ্রিল ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে রোলবলের দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। পুরুষ বিভাগের ফাইনালে তারা ২-০ ব্যবধানে লেজার স্কেটিং এবং মহিলা বিভাগে ১-০ ব্যবধানে একই ক্লাবকে হারিয়ে স্বর্ন পদক জয় করে প্রথমবারের মত দল গঠন করা আনসার।
পুরুষ দলের অধিনায়ক ইনতিসার আহমেদ বলেন,‘ বাংলাদেশ ওয়ার্ল্ড রোলবলের শিরোপা ঘরে তুলবে, এটাই আমার স্বপ্ন। বাংলাদেশ গেমসে এটা আমাদের সুচনা। আনসার আমাদের পরিকল্পনাকে আরো জোরদার করেছে।’
জোড়া গোলদাতা সোহাগ বলেন, ‘ফেডারেশন থেকে আমাদের দেয়া হয়েছে আনসারে। এতে ভবিষ্যতে খেলোয়াড়দের চাকরির একটা নিশ্চয়তা হয়েছে।’
মেয়েদের বিভাগে গোল্ডেন গোলে জয় পায় আনসার। এখানেও তাদের প্রতিপক্ষ ছিল লেজার স্কেটিং ক্লাব। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকায় আ্ড়াই মিনিট করে অতিরিক্ত সময় খেলা হয়। আনসারের নাসিবা প্রথমার্ধেই গোল্ডেন গোল পেয়ে যান। তাতে ১-০ গোলে জয়ী হয়ে স্বর্ণপদক নিশ্চিত করে আনসার মহিলা দল।
অধিনায়ক ইশরাত জাহান বলেন,‘কোচদের সহায়তায় এক মাসের অনুশীলনের ফসল এই পদক। ভবিষ্যতে ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
গোল্ডেন গোল করা নাসিবা মাহমুদ বলেন,‘গোল পাওয়া উচিত ছিল নির্ধারিত সময়েই। তবে গোল্ডেন গোল দিয়ে দলীয় জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে।’
বাসস/এএসজি/এমএইচসি/১৯৫৫/স্বব