আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

407

ঢাকা,৭ এপ্রিল, ২০২১ (বাসস) : দেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। উত্তরাংশে হ্রাস পেলেও অন্যস্থানে তা বাড়তে পারে।
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।
এছাড়া যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে।