বাসস দেশ-৪৩ : ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

252

বাসস দেশ-৪৩
বিতরণ-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁও, ৬ এপ্রিল ২০২১ (বাসস) : জেলার রাণীশংকৈল উপজেলায় আজ ২০২০-২১ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় একহাজার ৮৫০ জন উপকারভোগির মধ্যে দুইশ’ জন কৃষককে জনপ্রতি পাঁচকেজি করে আউস ধানের বীজ, ২০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, বাকি কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৪০/এমকে