বাসস দেশ-৪১ : নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আহবান জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর

128

বাসস দেশ-৪১
নসরুল-নির্দেশনা
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আহবান জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর
ঢাকা, ৬ এপ্রিল, ২০২১ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ দ্রুততার সাথে স্বাভাবিক করতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গ্যাস সরবরাহ বিঘœ হওয়ায়, গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, ভালভ প্রতিস্থাপনের কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
উল্লেখ্য যে, আজ সকাল ১০টার দিকে সিদ্দিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পরিলক্ষিত হয়। জরুরী ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ভালভ প্রতিস্থাপন কাজ শেষে যথা শীঘ্রই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
বাসস/সবি/এমএআর/২০১৭/কেএমকে