আরচ্যারীতে আর্মি আরচ্যারী ক্লাব সেরা

247

ঢাকা, ৬ এপ্রিল ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আরচ্যারীতে গেমসে আজ শেষ দিনে আটটি স্বর্ন পদকের নিস্পত্তি ঘটেছে। মোট দশ স্বর্ন পদকের মধ্যে ৪টি স্বর্নসহ সর্বাধিক ৮ পদক নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব। ২টি স্বর্ন সহ ৫ পদক নিয়ে ২য় অবস্থান লাভ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ২টি স্বর্ন সহ ৮ পদক নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব।
এছাড়া একটি স্বর্ন সহ ৬ পদক নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার। তালিকার পরের অবস্থান গুরোতে টাই পেয়েছে যথাক্রমে বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।
আজ অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ একক ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীর রাম কৃষ্ণ সাহা ৬-৫ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাবের মো: তামিমুল ইসলামকে হারিয়ে স্বর্ন পদক জয় করেছেন। প্রথম পর্যায়ে ৫-৫ সেট পয়েন্টে সমতা হয়। পরবর্তীতে ১টি করে তীর ছুড়ে রাম কৃষ্ণ সাহার স্কোর হয় ১০ এবং মো: তামিমুল ইসলামের স্কোর হয় ৯। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে পদক নির্ধারিত হয়। এতে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশ আনসরের মো: শাকিব মোল্লা।
মহিলাদের রিকার্ভ একক ফাইনালে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের নাসরিন আক্তার ৬-০ সেট পয়েন্টে বাংলাদেশ আনসারের মোসাম্মৎ নাজমিন খাতুনকে পরাজিত করে স্বর্ন পদক জয় লাভ করেন। এতে আর্মি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা ব্রোঞ্জ পদক জয় করেন।
পুরুষদের কম্পাউন্ড একক ফাইনালে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাবের অসীম কুমার দাস ১৪৮-১৪১ স্কোরের ব্যবধানে বিজিবির নেওয়াজ আহমেদ রাকিবকে হারিয়ে স্বর্ন পদক জয় করেন। বাংলাদেশ পুলিশের মো: আশিকুজ্জামান অর্জন করেন ব্রোঞ্জ পদক ।
মহিলাদের কম্পাউন্ড একক ফাইনালে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের রোকসানা আক্তার ১৪৭-১৪১ স্কোরের ব্যবধানে বিকেএসপি পুস্পিতা জামানকে পরাজিত করে স্বর্ন জয় করেন। ওই ইবেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশ আনসারে বন্যা আক্তার।
পুরুষদের রিকার্ভ দলগত ফাইনালে বিকেএসপি ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ন পদক জয় করে। এতে ব্রোঞ্জ পদক অর্জন করেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।
মহিলাদের রিকার্ভ দলগত ফাইনালে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে বিকেএসপিকে হারিয়ে স্বর্ন জয় করেছে। ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব।
পুরুষদের কম্পাউন্ড দলগত ফাইনালে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব ২২৬-২২১- স্কোরের ব্যবধানে বাংলাদেশ আনসারকে হারিয়ে স্বর্ন জয় করেছে। এতে ব্রোঞ্জ পদক লাভ করেছে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব।
মহিলাদের কম্পাউন্ড দলগত ফাইনালে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব ২২৩-২২২ স্কোরের ব্যবধানে বাংলাদেশ আনসারকে পরাজিত কওে স্বর্ন পদক জয় করে। এতে ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব।
আরচ্যারী প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:), সহ-সভাপতি মো: মাহফুজুর রহমান সিদ্দিকী ও মো: আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, প্রতিযোগিতার টেকনিক্যাল ডাইরেক্টর, প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত, প্রতিযোগিতার কম্পিটিশন ম্যানেজার এবং প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব মো: ফারুক ঢালী প্রমুখ।
পদক তালিকা:

দলের নাম গোল্ড সিলভার ব্রোঞ্জ মোট
ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব ৪ ১ ৩ ৮
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২ ৩ – ৫
বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব ২ ২ ৪ ৮
বাংলাদেশ আনসার ১ ৩ ২ ৬
বাংলাদেশ বিমান বাহিনী ১ – – ১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) – ১ – ১
ঢাকা জেলা ক্রীড়া সংস্থা – – ১ ১
১০ ১০ ১০ ৩০