৪৩-তম ডি-৮ কমিশনারদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

702

ঢাকা, ৫ এপ্রিল ২০২১ (বাসস) আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক সভা হিসেবে আজ ভার্চুয়াল মাধ্যমে ডি-৮ কমিশনারদের ৪৩-তম সভা অনুষ্ঠিত হয়েছে।
দুইদিনব্যাপী এ সভার প্রথম দিনে আজ ডি-৮ কমিশনের বিদায়ী চেয়ার, তুরস্কের মাল্টিলেটারাল ইকোনমিক এ্যাফেয়ার্সের মহাপরিচালক রাষ্ট্রদূত উমর গুচুক বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন-কে ডি-৮ কমিশনের চেয়ারের পদটি হস্তান্তর করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব)- এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় ডি-৮ ভুক্ত দেশসমূহের ডি-৮ কমিশনারগণ অংশগ্রহণ করেন।
এ সভার ধারাবহিকতায় আগামী ৭ এপ্রিল ২০২১ তারিখে ভার্চুয়াল মাধ্যমে ১৯-তম ডি-৮ কাউন্সিল মিনিস্টারর্স এবং আগামী ৮ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়াও, দশম শীর্ষ সম্মেলনের সাইড লাইনে ভার্চুয়াল মাধ্যমে আজ ডি-৮ বিজিনেস ফোরাম অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম সম্মানিত অতিথি হিসেবে ডি-৮ বিজিনেস ফোরামে বক্তব্য দেন। ফোরামে বাংলাদেশের এফবিসিসিআই তুরস্কের ইউনিয়ন অব চেম্বারর্স এন্ড কমোডিটি এক্সচেঞ্জের (টিওবিবি) কাছ থেকে ডি-৮ চেম্বার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডি-৮ সিসিআই) সভাপতিত্ব গ্রহণ করেছে।
একইসাথে, এবারের ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইড লাইনে আজ প্রথমবারের মতো ডি-৮ ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম ডি-৮ ইয়ুথ সামিটে সমাপনী বক্তব্য রাখেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত যুব শীর্ষ সম্মেলনে ডি-৮ ভূক্ত দেশসমূহের যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রীগণ বক্তব্য দেন এবং ডি-৮ ভূক্ত দেশসমূহ থেকে প্রায় ১৮০ জন যুব প্রতিনিধি অংশ নেন।
আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।