বাসস-দেশ-৫১ : দিনাজপুরে হিলি স্থলবন্দরে মার্চ মাসে ৬১ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার টাকা রাজস্ব আদায়

119

বাসস-দেশ-৫১
হিলি স্থলবন্দর-রাজস্ব
দিনাজপুরে হিলি স্থলবন্দরে মার্চ মাসে ৬১ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার টাকা রাজস্ব আদায়
দিনাজপুর, ৫ এপ্রিল ২০২১ (বাসস) জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত হিলি স্থলবন্দরে চলতি বছর মার্চ মাসে ৬১ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের ডেপুটি কমিশনার মো. সাইদুল আলম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ি বছর ও মাস ভিত্তিক রাজস্ব আদায়ের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকে। চলতি বছর মার্চ মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।কাস্টমস বিভাগের দায়িত্বশীল ভূমিকায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত ২৫ভাগসহ মোট ৬১ কোটি ৩৪ লাখ ৫৩হাজার টাকা রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। একলাখ ৯২ হাজার মেট্রিকটন আমদানীকৃত পণ্য খালাস করে এ রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বিগত মার্চ মাসে শুধু ভারত থেকে আমদানিকৃত ৫৫ হাজার মেট্রিকটন চাল থেকে ৫১ কোটি ৮৫ লাখ টাকা, একলাখ ৬৩৯ মেট্রিকটন পাথর থেকে সাতকোটি ৮৩ লাখ টাকা এবং সাড়ে সাতহাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি থেকে এককোটি ৯৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া অন্যান্য পণ্য আমদানি থেকে অবশিষ্ট রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৪৭/এমকে