বাসস দেশ-৬০ : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

321

বাসস দেশ-৬০
কৃষি বিশ্ববিদ্যালয়- হবিগঞ্জ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন
হবিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় আজ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন উপাচার্য ড. আব্দুল বাসেত।
আজ রোববার দুপুরে তিনি সদর উপজেলার বগুলাখাল চক মৌজায় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেন।
এসময় বগুলাখাল চক মৌজার জে.এল নং-৮১ এর ১নং খতিয়ানভুক্ত প্রায় পাঁচশ’ একর ভূমি বিভিন্ন পয়েন্ট থেকে পরিদর্শন ও সার্ভেয়ারের মাধ্যমে তথ্য-উপাত্ত লিপিবদ্ধ করা হয়। এ সময় ড্রোনের মাধ্যমে স্থানটির ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, উপাচার্য ড. আব্দুল বাসেত হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সাথে বৈঠক করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২১১৫/এমকে