বাসস দেশ-৩৬ : ফেনীতে স্বাস্থ্যবিধি না মানায় ২০ ব্যক্তিকে জরিমানা

122

বাসস দেশ-৩৬
জরিমানা-ফেনী
ফেনীতে স্বাস্থ্যবিধি না মানায় ২০ ব্যক্তিকে জরিমানা
ফেনী, ৩ এপ্রিল ২০২১ (বাসস): জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় আজ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় ২০ ব্যক্তির প্রত্যেককে একশ’ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দাগনভূঞা উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এবং সোনাগাজীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আজ শনিবার দুপুর একটার দিকে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে জেলার দাগনভূঞা উপজেলার বেকের বাজারে ১১জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি।
এরআগে শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে সোনাগাজী উপজেলার পৌর শহর, মতিগঞ্জ ও বক্তারমুন্সি বাজার এলাকায় অভিযানকালে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় নয়ব্যক্তিকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব।
এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৪০/এমকে