বাসস দেশ-১ : সাতক্ষীরায় ৩ মাসে সাড়ে ১১ কোটি টাকার চোরাচালান পণ্য আটক

158

বাসস দেশ-১
বিজিবি-চোরাচালান-আটক
সাতক্ষীরায় ৩ মাসে সাড়ে ১১ কোটি টাকার চোরাচালান পণ্য আটক
সাতক্ষীরা, ২ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওপির সদস্যরা সীমান্তে কঠোর নজরদারীর কারণে গত ৩ মাসে ১১ কোটি ২৯ লাখ ১১ হাজার ৮৯১ টাকার চোরাচালান পণ্য আটক করেছে।
এর মধ্যে ৩১ লাখ ৯ হাজার ৬০০ টাকার ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাজাসহ বিভিন্ন মাদক দ্রব্য, বাকি প্রায় ১০ কোটি ৯৮ লাখ ২ হাজার ২৯১ টাকার স্বর্ণেরবার, ডায়মন্ডের আংটি, ইউএস এক্সপ্রেস কলিং কার্ড, জব্দকৃত প্রাইভেটকার, মটর সাইকেল, মোবাইল ফোন, সান্ডেল, থ্রি পিছ, বিভিন্ন প্রকার কসমেটিক, চা-পাতা, ভারতীয় বিভিন্ন জাতের পাখি, সুখিবড়ি ও বিভিন্ন প্রকার ওষুধ আটক করা হয়।
বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ আল-মাহমুদ জানান, যেখানেই মাদক সেখানেই হানা দেওয়া হবে, কোন মাদক ব্যাবসায়ীকে সীমান্ত এলাকায় প্রশ্রয় দেওয়া হবেনা। বর্তমান সীমান্তে মাদক নির্মূল ও চোরাচালান বন্ধে বিজিবি’র জোয়ানরা সব সময় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে চলেছে। বিজিবি জোয়ানদের সব সময় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। জনগণকে সচেতন হয়ে চিহ্নিত মাদক কারবারীদেরকে ধরার ব্যাপারে বিজিবি’র জোয়ানদের সাহায্য করার জন্য ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক অনুরোধ করেন। তিনি জানান, ইতোমধ্যে ২৬ জন চোরাকারবারীর বিরুদ্ধে ২১টি মামলা দেওয়া হয়েছে। চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১১০৫/কেজিএ