বাসস দেশ-১ : জয়পুরহাটে ৫০ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার ৫২২ প্রকল্প বাস্তবায়ন

136

বাসস দেশ-১
উন্নয়ন প্রকল্প
জয়পুরহাটে ৫০ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার ৫২২ প্রকল্প বাস্তবায়ন
জয়পুরহাট, ২৯ মার্চ, ২০২১ (বাসস) : জয়পুরহাট জেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচরি আওতায় বর্তমান সরকারের গত ১৩ বছরে ৫০ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে ৩ হাজার ৫২২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।
জেলা পরিষদ সূত্র বাসস’কে জানায়, অর্থবছর ভিত্তিক বরাদ্দ ও বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প গুলোর মধ্যে রয়েছে ২০০৮-২০০৯ অর্থবছরে ১ কোটি ২০ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে ১২০টি প্রকল্প। ২০০৯-২০১০ অর্থবছরে ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৭৭ টি প্রকল্প। ২০১০-২০১১ অর্থবছরে ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ১৪২ টি প্রকল্প্ ।২০১১-২০১২ অর্থবছরে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১৮৩ টি প্রকল্প।২০১২-২০১৩ অর্থবছরে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ১৭২ টি প্রকল্প। ২০১৩-২০১৪ অর্থবছরে ২ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে ১৮৭ টি প্রকল্প। ২০১৪-২০১৫ অর্থবছরে ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ২৫৮টি প্রকল্প । ২০১৫-২০১৬ অর্থবছরে ৫ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৫০৭টি প্রকল্প।২০১৬-২০১৭ অর্থবছরে ৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৬১২টি প্রকল্প। ২০১৭-২০১৮ অর্থবছরে ৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৩৯৯ টি প্রকল্প। ২০১৮-২০১৯ অর্থবছরে ৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪৯২টি প্রকল্প । ২০১৯-২০২০ অর্থবছরে ৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ২৭৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়াও ২০২০-২০২১ অর্থবছরে ৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রকল্প নির্ধারণের কাজ চলছে বলে জানান, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট । বর্তমান সরকারের বিগত ১৩ বছরে জয়পুরহাট জেলায় এ সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলেও জানান তিনি।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৫০/নূসী