বাসস বিদেশ-১ : মোজাম্বিকে জিহাদিদের হামলায় বেশ কয়েকজন নিহত

130

বাসস বিদেশ-১
মোজাম্বিক-অস্থিরতা
মোজাম্বিকে জিহাদিদের হামলায় বেশ কয়েকজন নিহত
মাপুতো, ২৯ মার্চ, ২০২১ (বাসস ডেস্ক) : মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় পালমা শহরে জিহাদিদের সমন্বিত হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। সরকারি বাহিনীর অভিযান চালানোর চার দিন পর তারা ভয়াবহ এ হামলা চালালো। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর সারানগা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গত বুধবার সন্ত্রাসীদের একটি গ্রুপ পালমায় হামলা চালায় এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এর পাল্টা প্রতিশোধ নিতেই কাপুরুষোচিতভাবে কয়েক ডজন নিরীহ মানুষকে হত্যা করা হলো।’
এদের মধ্যে সাতজন একটি হোটেলে অভিযান চালানোর সময় হামলায় নিহত হয়। সেখানে তারা আশ্রয় নিয়েছিল।
নিহতের সংখ্যা উল্লেখ না করে সারানগা বলেন, গত তিন দিন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকশ’ দেশি ও বিদেশি নাগরিককে উদ্ধারে অগ্রাধিকার দিয়েছে।’
বুধবার কাবো দেলগাদো প্রদেশের গ্যাস কেন্দ্র শহর পালমায় জঙ্গিরা হামলা শুরু করলে প্রায় দুইশ’ মানুষ আমারুলা হোটেলে আশ্রয় নেয় এবং আরো অনেকে পার্শ্ববর্তী বনাঞ্চলে পালিয়ে যায়।
বাসস/এমএজেড/০৯৫০/-আসাচৌ