বাসস দেশ-৪১ : অমর একুশে বইমেলায় বিষয়ভিত্তিক আলোচনা বন্ধ, বই এসেছে ১২২টি

159

বাসস দেশ-৪১
বইমেলাÑ
অমর একুশে বইমেলায় বিষয়ভিত্তিক আলোচনা বন্ধ, বই এসেছে ১২২টি
ঢাকা, ২৮ মার্চ, ২০২১ (বাসস) : করোনা ভাইরাস পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলায় নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান হচ্ছে না। মেলার ১১তম দিনে নতুন বই এসেছে ১২২টি।
আজ বাংলা একাডেমি সূত্র জানায়, সার্বিক দিক বিবেচনা করে আলোচক,অতিথি ও আগত দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিতে বইমেলার মেলামঞ্চে নির্ধারিত আলোচনা অনুষ্ঠান হচ্ছে না।
এদিকে, বিকেল ৩টায় শুরু হওয়া মেলায় আজকের বিষভিত্তিক বই : গল্প-১৮, উপন্যাস-২০, প্রবন্ধ-০৭, কবিতা-৪৪, গবেষণা-০, ছড়া-২, শিশুসাহিত্য-১, জীবনী-৪, রচনাবলি-১, মুক্তিযুদ্ধ-২, নাটক-২, ইতিহাস-৩, রাজনীতি-১, বঙ্গবন্ধু-৩, রম্য/ধাঁধা-১, ধর্মীয়-২, অনুবাদ-১, অন্যান্য-১০টি বই।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন সরকার আবদুল মান্নান, আদিত্য নজরুল এবং আহমেদ শিপলু।
বাসস /সবি/এসএস/২০১০/-এইচএন