নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে গণহত্যা দিবস পালিত

218

নয়া দিল্লী, ২৫ মার্চ, ২০২১ (বাসস) : ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের উপর পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর নৃশংসতা স্মরণে নয়া দিল্লীতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন গণহত্যা দিবস পালন করেছে।
মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহত বাঙালি এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে এই কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পাঠ, পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৭১ সালের গণহত্যা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
ভারপ্রাপ্ত হাই কমিশনার রকিবুল হক ও মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর প্রমুখ আলোচনায় অংশ নেন।
পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়।