মোদীর আগমন উপলক্ষে সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির সেজেছে নতুন সাজে

444

॥ অরুণ ব্যানার্জী ॥
সাতক্ষীরা, ২৫ মার্চ, ২০২১ (বাসস) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে জেলার শ্যামনগর উপজেলায় যমুনা ও ইছামতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির সেজেছে নতুন সাজে।
মন্দিরের পুরোহিত দিলীপ মূখার্জী (৫০) জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঈশ্বরীপুরে আগমন উপলক্ষে মন্দির ও তৎসংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা সুষ্ঠু ও সুন্দরভাবে করা হয়েছে। সামনের নাটমন্দির ভরাট করে বসিয়ে দেয়া হয়েছে টাইলস। নরেন্দ্র মোদী ২৭ মে শনিবারেই আসবেন আমাদের মন্দিরে।
মন্দিরের অন্যতম সেবায়েত জ্যোতি চট্টোপাধ্যায় (৬৭) বলেন, শ্রমিকদের নিরন্তর পরিশ্রম, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ গণপ্রতিনিধিদের আন্তরিক ব্যবস্থাপনায় মন্দিরটি দৃষ্টিনন্দন অবয়বে দেখা যাচ্ছে। শিল্পীদের রং তুলির আঁচড়ে যশোরেশ্বরী কালীমন্দির অত্যন্ত পরিচ্ছন্নরূপে প্রতিভাত হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশের সকল ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাঁর এ আগমন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করবে।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, মন্দির ও রাস্তার কাজ শেষ হয়েছে। ডেকোরেশনের কাজ শেষের পথে। হেলিপ্যাড থেকে মন্দিরে আসার পথে বেত ও বাঁশের কারুকর্য দিয়ে সাজানো হয়েছে। র‌্যাবের বিশাল বহর টহল দিচ্ছে। ভারত ও বাংলাদেশের গোয়েন্দা বাহিনী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে অত্যন্ত তৎপর। ভারতের প্রধানমন্ত্রীর ইতিহাসখ্যাত ঈশ্বরীপুরে আগমনে শ্যামনগরসহ সাতক্ষীরাবাসী তাকে আন্তরিকভাবে স্বাগতম জানাতে প্রস্তুত রয়েছে।