বাসস দেশ-৩ : পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১২ কোটি টাকা বরাদ্দ

161

বাসস দেশ-৩
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১২ কোটি টাকা বরাদ্দ
পিরোজপুর, ২৪ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এবং চলমান কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১২ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। চলতি ২০২০-২০২১ অর্থ বছরে ৩য় কিস্তির এ টাকা থেকে জেলার প্রতিটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের অনুকূলে কাবিটা খাতে ১ কোটি ৭ লক্ষ ৮১ হাজার টাকা করে ৩ এলাকায় ৩ কোটি ২৩ লক্ষ ৪৩ হাজার টাকা এবং টিআর খাতে অনুরূপভাবে ৭৪ লক্ষ ৩৬ হাজার টাকা করে ২ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
এছাড়া সংরক্ষিত নারী আসনের এ জেলার ১ জন সংসদ সদস্যদের অনুকূলে সর্বমোট ৫৯ লাখ টাকা এবং প্রতিটি উপজেলা পরিষদে কাবিটা এবং টিআর খাতে ৮২ লক্ষ করে ৭ উপজেলা ৫ কোটি ৭৪ লক্ষ টাকা, জেলা প্রশাসকদের অনুকূলে ১৯ লক্ষ ৫৪ হাজার টাকা এবং প্রতিটি পৌরসভায় ৫ লাখ ৮ হাজার করে জেলার ৪ পৌরসভায় ২০ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরে এ প্রথম বারের মত ৩য় কিস্তিতে এ অর্থ বরাদ্দ দেয়া হয়। পিরোজপুর জেলা ত্রাণ ও পুনর্র্বাসন কর্মকর্তা মোঃ মোজাহারুল হক জানান ,আমার গ্রাম- আমার শহর বাস্তবায়নে এসব বিশেষ বরাদ্দ দেশের প্রতিটি গ্রামকে নগর সুবিধার আওতায় আনতে ভূমিকা রাখতে সহায়ক হবে। এছাড়া বরাদ্দকৃত অর্থে গ্রামীণ অবকাঠামো তৈরী হলে তা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।
বাসস/এনডি /সংবাদদাতা/১১১৫/নূসী