বাসস দেশ-৫২ : সুনামগঞ্জের শাল্লার ঘটনায় ২৯ আসামির রিমান্ড মঞ্জুর

259

বাসস দেশ-৫২
রিমান্ড মঞ্জুর-শাল্লা
সুনামগঞ্জের শাল্লার ঘটনায় ২৯ আসামির রিমান্ড মঞ্জুর
সিলেট, ২৩ মার্চ ২০২১ (বাসস): সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার মুল আসামি স্বাধীন মেম্বারসহ মোট ২৯ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিংহ এ আদেশ দেন।
সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীনকে (৫০) পাঁচদিন ও অন্য ২৮ জন আসামিকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শাল্লা থানা সূত্রে জানা যায়, ঘটনার দুইদিনের মাথায় হামলার মূল উসকানিদাতা শহিদুল ইসলাম ওরফে স্বাধীনকে গত শুক্রবার রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবুল বাশার গত রোববার আলোচিত এ মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম ওরফে স্বাধীন-এর ১০ দিন এবং গ্রেফতারকৃত ২৯ জন আসামির ৫ দিন করে রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন। আজ মঙ্গলবার শুনানি শেষে মোট ২৯ জন আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত।আর একজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/এমকে/২১৪০/কেজিএ