বাসস দেশ-৪২ : হবিগঞ্জ ও ভোলায় মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা

146

বাসস দেশ-৪২
জরিমানা- মাস্ক
হবিগঞ্জ ও ভোলায় মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা
ঢাকা, ২৩ মার্চ ২০২১ (বাসস): হবিগঞ্জ ও ভোলায় আজ মঙ্গলবার মাস্ক না পরায় ২২ ব্যক্তিকে মোট তিনহাজার সাতশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বাসস-এর হবিগঞ্জ সংবাদদাতা জানান, জেলা শহরের কালেক্টরেট ভবন সংলগ্ন চাঁদের হাসি হাসপাতালের সামনে আজ মাস্ক না পরার অপরাধে সাতজনকে একশ’ টাকা করে মোট ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন ও মঈন খান এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস-এর ভোলা সংবাদদাতা জানান, জেলার চরফ্যাসন উপজেলায় আজ মাস্ক না পরায় ১৫ জনকে মোট তিনহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চরফ্যাসন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, অভিযানকালে মাস্ক না পরায় ১৫ ব্যক্তিকে জনপ্রতি দুইশ’টাকা করে মোট তিনহাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/এইচএএম/১৯৩৬/এমকে