বাসস দেশ-৬১ : করোনার রোধে চট্টগ্রামে যেকোনো অনুষ্ঠানে অতিথি ১০০ জনে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত

120

বাসস দেশ-৬১
চট্টগ্রাম-অতিথি
করোনার রোধে চট্টগ্রামে যেকোনো অনুষ্ঠানে অতিথি ১০০ জনে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত
চট্টগ্রাম, ২১ মার্চ ২০২১ (বাসস) : করোনা ভাইরাসের ক্রমবর্ধমাণ সংক্রমণ রোধে চট্টগ্রামে যেকোনো অনুষ্ঠানে অতিথি ১০০ জনে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, চট্টগ্রামে সামাজিক অনুষ্ঠান ও বিনোদন স্পটগুলোতে লোক সমাগম যথেষ্ট বেশি হচ্ছে, যা করোনার প্রকোপ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এরই প্রেক্ষিতে এখন থেকে ক্লাব, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল-রেস্টুরেন্টে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানসহ সব ধরণের অনুষ্ঠানে অতিথি ১০০ জনে সীমাবদ্ধ রাখতে হবে। কমিউনিটি সেন্টার ও হোটেল-রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এ নির্দেশনা মেনে চলতে বলা হবে। এছাড়া, প্রকাশ্যে যেকোনো সভা-সমাবেশ ওরশ, মিলাদ মাহফিল, মহোৎসব ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। মাস্ক পরাসহ শতভাগ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে সকল বিনোদন স্পটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। অভিযানকালে আইনি ব্যবস্থার পাশাপাশি মাস্কবিহীন সাধারণ মানুষকে বিনামূল্যে মাস্কও দেয়া হবে। সীমিত পরিসরে অনুষ্ঠানের ক্ষেত্রেও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলতে হবে।
সভায় সিদ্ধান্ত হয় যে, এসব নির্দেশনা অমান্যকারীদের ক্ষেত্রে পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, জেলা আনসার কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাবউদ্দিন, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ।
বাসস/জিই/কেএস/২১১৩/এবিএইচ