বাসস দেশ-৫ : নড়াইলে মাথা গোঁজার ঠাঁই পেলেন গৃহহীন বিধবা শাহানারা

88

বাসস দেশ-৫
মুজিববর্ষ-গৃহহীন-বসতঘর
নড়াইলে মাথা গোঁজার ঠাঁই পেলেন গৃহহীন বিধবা শাহানারা
নড়াইল, ২০ মার্চ, ২০২১ (বাসস) : মুজিবশতবর্ষে মাথা গোঁজার ঠাঁই পেলেন জেলার খাটোর মাগুরা গ্রামের গৃহহীন বিধবা শাহানারা বেগম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে নড়াইল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দ নিজস্ব অর্থায়ণে ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে গৃহহীন শাহানারা বেগমকে সরকারি জায়গার ওপর এ বসতঘরটি নির্মাণ করে দিয়েছেন। টিনের ছাউনী দুই কক্ষবিশিষ্ট এ ঘরের সাথে রয়েছে রান্নাঘর ও বাথরুম।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের খাটোর মাগুরা গ্রামের গৃহহীন বিধবা শাহানারা বেগমকে ঘরের চাবি হস্তান্তর করেন।
শাহানারা বেগম বলেন, স্বামী কয়েক বছর পূর্বে মারা গেছে। বড় ছেলে বুদ্ধি প্রতিবন্ধী। মেঝ ছেলে কৃষি শ্রমিক। ছোট ছেলের বসয় ১০। ৫ জনের সংসার কোনো রকম চলে। জীবনে এ রকম পাকা ঘর পাব কখনও স্বপ্নে দেখিনি। তিনি পাকা ঘর পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১১২৫/কেজিএ